
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফি। প্রথম একাদশে ফিরছেন রোহিত শর্মা ও শুভমান গিল। ব্যক্তিগত কারণে রোহিত পারথ টেস্ট খেলতে পারেননি। চোটের জন্য খেলতে পারেননি গিল। দু’জনেই এডিলেড টেস্টে প্রথম একাদশে ফিরছেন। এবং রোহিত ফিরছেন নেতা হিসেবেই। ফলে প্রথম একাদশে রয়েছে একাধিক বদলের সম্ভাবনা।
এডিলেডে ভারতীয় দলের দু’দিন অনুশীলন দেখে কিছুটা আভাস পাওয়া গিয়েছে, কোন ১১ জন খেলবেন গোলাপি বলের টেস্ট। এদিকে, মঙ্গলবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। ব্যক্তিগত কাজ সেরে গম্ভীর অস্ট্রেলিয়ায় যাওয়ার পর এডিলেড টেস্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু হয়েছে রোহিতদের। সম্ভাব্য ব্যাটিং অর্ডার অনুযায়ী তিনি নেটে পাঠাচ্ছেন ক্রিকেটারদের। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
ওপেনে আসতে পারেন যশস্বীর সঙ্গে লোকেশ রাহুল। পারথে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে এই জুটি কামাল করেছিলেন। তাই ওপেনিং জুটি ভাঙতে চাইছে না টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে দলের স্বার্থে ব্যাটিং অর্ডারের নীচে নেমে যাবেন অধিনায়ক রোহিত। তিন নম্বরে নামবেন শুভমান। তিনি প্রথম একাদশে আসবেন পারথে তিন নম্বরে ব্যাট করা দেবদত্ত পাডিক্কালের জায়গায়।
মিডল অর্ডার অর্থাৎ চারে আসবেন বিরাট কোহলি। পাঁচে নেমে যাওয়ার সম্ভাবনা রোহিত শর্মার। ছয় নম্বরে ব্যাট করতে আসবেন উইকেটরক্ষক–ব্যাটার ঋষভ পন্থ। রোহিত দলে আসায় পারথ টেস্টের মতো পাঁচ নম্বরে খেলা হবে না পন্থের। তিনি ছ’নম্বরে থাকবেন। প্রথম টেস্টে ব্যাটিং অর্ডারের এই জায়গায় খেলেছিলেন ধ্রুব জুরেল। তাঁকে বসতে হবে রোহিত ফিরছে বলে।
ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে দেখা যেতে পারে দুই অলরাউন্ডারকে। খেলার সম্ভাবনা বেশি নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের। এডিলেড টেস্টেও সম্ভবত রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের প্রথম একাদশে জায়গা হবে না।
বাকি তিন জন জোরে বোলার। এখানে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে কম। বুমরা, সিরাজের খেলা নিশ্চিত। পারথে অভিষেক টেস্টে ভাল বল করেছেন হর্ষিত রানা। তিনি খেলতে ব্যাট করবেন ন’নম্বরে। তাঁর পর নামবেন বুমরা। সবশেষে সিরাজ। অবশ্য ম্যাচের আগের দিন এডিলেডের ২২ গজ দেখে ওপেনিং জুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর। সেক্ষেত্রে রোহিত এবং রাহুলের ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর